সাতক্ষীরায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে দেশব্যাপী মাদক ও জঙ্গিবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কাদা মাটি ইভেন্ট ও নারকোটিক বাংলাদেশ স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে নিউ মার্কেট চত্বরে সমাবেশ হয়।
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাশেম আলী, কাদা মাটি ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম.ডি জুয়েলস্, প্রধান সমন্বয়কারী ডা. মাহবুবুর রহমান, জেলা মোবাইল ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রত্না, মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাদক দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনো সন্ত্রাসী ও জঙ্গিবাদের স্থান নেই। মাদককে পরিহার করতে যুব সমাজকে সচেতন করতে হবে।
বিডি প্রতিদিন/ ০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৭