টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের গোবিন্দাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনসার আলীকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল তাকে আটক করে।
দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় প্রধান নাসিম আনোয়ার বলেন, সুনির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল ভূঞাপুর ভূমি অফিসে ফাঁদ পাতে। এসময় ৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি এ বিষয়ে আরও বলেন, জনৈক এক ব্যক্তি তার পৈত্তিক সম্পত্তি নামজারী বিষয়ে সরকারি ফি জমা দিলেও তা সুরাহা করেতে পাচ্ছিলেন না। দীর্ঘদিন ধরে আনসার আলীর মাধ্যমে তিনি হয়রানির শিকার হচ্ছিলেন। এক পর্যায়ে ওই ব্যক্তির নিকট আনসার আলী দশ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেন। পরে আমাদের পরামর্শ অনুযায়ী তিনি ৫ হাজার টাকায় তা রফা করেন। আজ ঘুষ প্রদানের দিন ধার্য করে আমাদের একটি দল গোপনে ওই অফিসে ফাঁদ পাতে। এসময় ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে ধরতে সক্ষম হই। তার বিরুদ্ধে ইতোপূর্বে অসংখ্য অভিযোগ রয়েছে।
আনসার আলী দীর্ঘ ৮ বছর ধরে একই অফিসে কর্মরত ছিলেন। এঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/২০