খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার রাবার বাগান এলাকা থেকে কার্তিক চন্দ্র ত্রিপুরা(৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মাটিরাঙার দুর্গম ২নং রাবার বাগান এলাকার পাহাড়ী ঢালু থেকে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। নিহত কার্তিক চন্দ্র ত্রিপুরা প্রকাশ কাতিয়া মাটিরাঙা পৌর এলাকার চকপাড়া লম্বাছড়া গ্রামের বাসিন্দা ।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের নিয়ে লাশ উদ্ধার করে। কি কারণে তাকে হত্যা করা হতে পারে এবিষয়ে তদন্ত করা হচ্ছে।
জানা গেছে, গত বুধবার সকালে মাটিরাঙা বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে বৃহস্পতিবার রাবাব বাগান এলাকা থেকে মাটি চাপা দেওয়া লাশ পুলিশ উদ্ধার করে।