দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা শিক্ষক স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে বিষ প্রয়োগে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার হামিদপুর ইউপির বৈদ্যনাথপুর পাতরাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার পুলিশ ওই মৃত গৃহবধূর বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। দুপুরে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বড়পুকুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম তার নিজ বাড়ি থেকে বুধবার বিকেলে স্ত্রী মৌসুমী বানু (২৫)কে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। স্ত্রী পেটের ব্যাথায় অস্থির হয়ে পড়লে রফিকুল ইসলাম স্থানীয় বাজার থেকে ওষুধ নিয়ে এসে তাকে খাওয়ান ও রাতেই সে বাড়িতে ফিরে যান।
স্বজনদের অভিযোগ ওষুধের নাম করে তাকে কীটনাশক খাওয়ানো হতে পারে।
পার্বতীপুরের বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফেরদৌস আহম্মেদ সাংবাদিকদের জানান, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।