নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা যুবলীগ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সমবায় মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় আলোচনা সভায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক তহমিনা আক্তার মোল্লা, সাবেক ছাত্র নেতা দেবাশিষ দত্ত সমির প্রমুখ।
বক্তারা এ সময়, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে স্মরণ করেন। আগামীতে যুবলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৬/হিমেল-০৯