ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নসিমনের (আলম সাধু) দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন- কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামের আমজান হোসেন (৬০) ও কালীগঞ্জের ছোটঘিগাটি গ্রামের আমির হোসেন খাঁ (৫০)।
শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাতিবিলার ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ