ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে জেলা আইনগত সহায়তা প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হেকস্-এপারের সহায়তায় জেলা জজ কোর্ট সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইএডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ জেলা ও দায়রা জজ শাহীদুল ইসলাম আজামী, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম প্রমুখ।
এসময় সাধারণ ও গরীব মানুষের আইনি সহায়তা পাওয়া বিষয়ক উন্মুক্ত আলোচনা হয় এবং আইনগত সহায়তা বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৬/হিমেল-১৪