বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ গুদারাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল আলম জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৬/হিমেল-১৭