পল্লী বিদ্যুৎ সমিতি’র মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে কর্মচারীদের চুক্তি ও নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে এবং চাকুরি স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি চলছে।
শনিবার ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সহশ্রাধিক কর্মচারী শহরের জগন্নাথপুর পল্লী বিদ্যুত অফিস চত্বরে এ কর্মসূচি পালন করেন। এদিকে কর্মবিরতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা।
কর্মবিরতি কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মচারি ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সিংসহ নেতারা বলেন, আমাদের কমপক্ষে ৫০ বছর চাকুরির নিশ্চয়তা দিয়ে চাকুরি প্রদান করেন কর্তৃপক্ষ। কিন্তু আজ একের পর একজনকে ছাটাই করে অর্থের বিনিময়ে নতুন জনবল নিয়োগ দিচ্ছেন। অবিলম্বে সকল কর্মচারির চাকুরি স্থায়ীকরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৬/হিমেল-১৮