সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহমুদা আক্তার মিলি (২১) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী কুমিরার কাজীপাড়া এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহেরর মেয়ে।
মিলি স্থানীয় বিজয়নগর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত ছাত্রীর মা-বাবা জানিয়েছেন, প্রাইভেট পড়ার জন্য তাদের মেয়ে সকালে বাসা থেকে বের হয়েছিল।
এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. মান্নান বলেন, সকাল নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে এই কলেজ ছাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। এর মধ্যে তার স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ