বরিশাল নগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আজ সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কোতয়ালী থানা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে থানা চত্বরে বিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন। বক্তব্য রাখেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর, জামে কসাই মসজিদের খতিব মাওলানা আব্দুল মন্নান, জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মহানগর পূঁজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ এবং বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল প্রমুখ।
সমাবেশে পুলিশের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে সার্বিক সহায়তার আশ্বাস দেন। কোথাও সন্দেহজনক কোন ঘটনা চোখে পড়লে বিষয়গুলো পুলিশকে অবহিত করার আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20