অনিয়মের অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বাতিল করা হয়েছে। ওই ইউনিয়নের ডিলার মোতালেব দড়ির বিরুদ্ধে নয় ব্যক্তির চাল না দিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। খাদ্যশস্য বিতরণ সংক্রন্ত উপজেলা তালিকা যাচাই কমিটির সভায় ডিলার বাতিলের এই সিদ্ধান্ত নেয়া হয়। তার পরিবর্তে ওই ইউনিয়নে এখন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন পাশের পূর্বনাওডোবা ইউনিয়নের ডিলার মিনু আক্তার।
জাজিরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী নয় ব্যক্তি চাল না পেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা পেয়ে মোতালেব দড়ির ডিলার বাতিল করা হয়েছে। পরবর্তীতে ওই ইউনিয়নের জন্য নতুন ডিলার নিয়োগ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/21