পাবনায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে একটি ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার ওই কারখানায় বিএসটিআই এর মান সনদ বিহীন ভাবে দীর্ঘদিন ধরে বিস্কুট, ব্রেড, কেক ও চানাচুর উৎপাদনের জন্যে এই দণ্ড দেওয়া হয়।
বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, পাবনার দক্ষিণ রাঘবপুর এলাকার রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই বেকারী সামগ্রীসহ বিভিন্ন ধরনের খাবার জাত পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: হামিদুর রহমান তাৎক্ষনিক ওই কারখানা মালিক রবিউল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেন। একই সাথে কারখানায় মজুদকৃত সমস্ত মালামাল ধ্বংস করা হয়।
বিএসটিআইয়ের ওই কর্মকর্তা আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।