মাগুরা শহরের ছানার বটতলা এলাকার একটি আবর্জনার গর্ত থেকে সোমবার বিকালে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, দুপুরে নতুন বাজার ছানার বটতলা এলাকার নিমাই সাহার বাড়ির পেছনে একটি আবর্জনার স্তুপ পরিস্কার করতে যায় তার ভাড়াটিয়ারা। সেখানে কোদাল দিয়ে আবর্জনা সরাতেই তীব্র দুর্গন্ধ পায় তারা। পরে অজ্ঞাত নারীর গলিত লাশ দেখতে পান। এ সময় বাড়ির লোকজন পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ বিকাল ৩টার দিকে ময়লা আবর্জনা সরিয়ে অজ্ঞাত নারীর গলিত মৃতদেহটি উদ্ধার করে। লাশটি বেশ কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। এটি ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড়ি মালিক নিমাই সাহা জানান, বেশ কয়েক বছর আগে থেকে পৈত্রিক ওই বাড়িটি তারা ভাড়া দিয়ে নতুন বাজারের অন্য একটি বাড়িতে বসবাস করছেন। দুপুরে ভাড়াটিয়ারা খবর দিলে তারা পুলিশকে জানান ও লাশ উদ্ধারের ব্যবস্থা নেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ