হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে স্কয়ার কোম্পানির নির্মাণাধীন একটি ফটক ভেঙে ১০ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, রাতে শ্রমিকরা নির্মাণাধীন ভবনের একটি ফটকে ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ভবনের ফটক ভেঙে শ্রমিকদের উপর পড়ে। এতে ১০ শ্রমিক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।