ঝালকাঠি শহরের একটি স্বর্ণের দোকানে বোমা ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ ৬ জনকে আটক করেছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের ডাক্তারপট্টি এলাকায় মুসলিম গিনি হাউজ নামের স্বর্ণের দোকানটিতে এ ঘটনা ঘটে।
দোকান মালিকের ছেলে মো. হাসান বলেন, ক্রেতা সেজে একদল ডাকাত দোকানে ঢোকে। এরপর দোকানের মধ্যে ও বাইরে পর পর ৪টি বোমা হামলা চালায় তারা। বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে দোকানে থাকা স্বার্ণালংকার নিয়ে মোটরসাইকেলে যোগে পালিয়ে যায় ডাকাতদল।
পুলিশ সুপার জেবায়েদুর রহমান বলেন, শহরতলীর গাবখান এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশ ধাওয়া করে ৬ জনকে আটক করে । তাদের মধ্যে একজন নারীও রয়েছে। ওই দোকান থেকে অন্তত একশ' ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেছেন। এ ঘটনায় সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে প্রাথমিক ভাবে ডাকাত চক্রের আটক হওয়া সদস্যদের নাম জানা গেছে। এরা হলে, তৌহিদুল ইসলাম (২৪), সিরাজুল ইসলাম (২৩), কাজী রানা (২২), রুবেল হাওলাদার (১৯), মো. সনি (২৭) এবং শান্তা বেগম (১৮)।
এদের মধ্যে সনির বাড়ি ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায়, শান্তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদার গ্রামে, কাজী রানার ও রুবেল হাওলাদারের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার এবং তৌহিদ ও সিরাজুলের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল