হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পুরনো বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আবু তালিব (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার দিনগত রাতে তাকে আটক করা হয়।
আবু তালিব জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল শহীদের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, সোমবার রাতে একদল ডাকাত শায়েস্তাগঞ্জ পুরনো বাজার এলাকায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে আবু তালিবকে আটক করেছে।
অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায় বলেও জানান তিনি।
এসআই ইকবাল আরও বলেন, আবু তালিবের বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এর মধ্যে ছয় মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/ ২২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮