ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাশেদুজ্জামান লিয়নকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সহপাঠী নাইম। মঙ্গলবার সকালে স্কুলের সামনে লিয়ন ছুরিকাঘাতের শিকার হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাইমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত লিয়ন ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। শহরের বলাশপুর এলাকায় নানার বাড়ি খেকে লেখা পড়া করছিল লিয়ন। সে মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের ছেলে। তার নিজ বাড়ি নান্দাইল উপজেলার ভেলামারি গ্রামে বলে জানা গেছে ।
পুলিশ ও সহপাঠীরা জানায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পর নাইমের সাথে লিয়নের কথাকাটি হয়। এক পর্যায়ে লিয়নকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নাইম। পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/ফারজানা/ আফরোজ-০২