রাজশাহীর চারঘাটে ২০ পিস ইয়াবাসহ আবদুর রব রাজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত রাজ উপজেলার মেরামতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
সোমবার গভীর রাতে মেরামতপুর এলাকার একটি আম বাগান থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরামতপুর এলাকার ওই আমবাগানে অভিযান চালিয়ে রাজকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে ওসি জানান।