নাটোরের বড়াইগ্রামের পাঁচবাড়িয়া স্কুল পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষক মিজানুর রহমানের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তার গতিরোধ করে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন মিজানুর রহমানকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়া খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/ফারজানা