বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে প্রশাসন। সকাল সাড়ে ৮টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্দযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী নানা কর্মসূচির গ্রহণ করা হয়। সকাল সাড়ে আট টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের সম্বৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় হল প্রভোস্টগণ নিজ নিজ হলের সামনে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন।
সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী । এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীন নের্তৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগ, অফিস, আবাসিক হল, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্ব স্ব ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ নেয়। শোভাযাত্রাটি বিশ্বদিালয় প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, রেজিস্টার এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান।
আলোচনা সভাশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৪