রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে বুধবার দুপুরে আত্মসমর্পণ করেছেন তিন জঙ্গি। পুনর্বাসনের জন্য তাদের প্রত্যেকের হাতে পাঁচ লাখ টাকার করে চেক দেয়া হয়েছে। দুপুরে জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ এবং জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১৩।
আত্মসমর্পন করা ব্যক্তিরা হলেন শোলাকিয়াসহ বিভিন্ন হামলার সাথে জড়িত উগ্রবাদি জঙ্গি দিনাজপুরের ঘোড়াঘাটের মাসুদ রানা ওরফে মাসুদ (১৭), একই উপজেলার হাফিজুর রহমান (১৫) এবং জয়রামপুরের আখতারুজ্জামান (১৮) ।
আত্মসমর্পণ করে মাসুদ রানা বলেন, আমরা ভুল পথে ছিলাম। আমাদের মগজ ধোলাই করার কারণে আমরা বিভিন্ন হামলার সাথে জড়িয়েছিলাম। পরবর্তীতে ভুল বুঝতে পেরে র্যাবের সাথে যোগাযোগ করে আত্মসমর্পণ করেছি। এখন আমরা ভালোভাবে জীবন গড়তে চাই।
আখতারুজ্জামানের পিতা সারোয়ার হোসেন জানান, প্রথমে আমরা বুঝতে পারিনি। যখন বুঝলাম আমার ছেলে ভুল পথে গেছে। তখন তাকে বোঝানোর চেষ্টা করি। এক পর্যায়ে তাকে বোঝাতে সক্ষম হয়ে র্যাবের সাথে যোগাযোগ করে আত্মসমর্পণের করিয়েছি। এরকম ঘটনা যাতে না ঘরে তার জন্য অভিভাবকদের সজাগ থাকতে হবে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা