পাচারকালে এক ট্রাক সরকারি গম জব্দ করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা মোড় থেকে পুলিশ ট্রাকটি আটক করে। পুলিশ বলছে, সেগুলো পাচারের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি খাদ্যগুদাম থেকে ট্রাকটি ঢাকার তেজগাঁও খাদ্যগুদামে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকটি উল্টোপথে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি আটক করা হয়। ট্রাকের সঙ্গে শুধু চালক ও তার সহযোগীকে পাওয়া গেছে। তারা গমের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। গমসহ ট্রাকটি থানায় নেয়া হয়েছে।
ওসি আরও জানান, ট্রাকে কী পরিমাণ গম আছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ট্রাকটি আটকের পর মুলাডুলি খাদ্যগুদামের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, ট্রাকটি ঢাকায় যাওয়ার কথা ছিল। এ ঘটনায় থানায় জিডি করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা