লক্ষ্মীপুর জেলার মেঘনা উপকূলের প্রায় ২০ হাজার নদীভাঙ্গা গৃহহীন মানুষকে পর্যায়ক্রমে পুণর্বাসন করার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বুধবার দুপুর ১২টায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, ২০ হাজার লোককে পূণর্বাসন করা খুবই কষ্টসাধ্য বিষয়, তবুও চরাঞ্চলের খাস জমিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিহীনদের বরাদ্ধ দেয়ার পরিকল্পনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ নোমান, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা