দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দশ মাইল নামক এলাকায় একটি ভাড়া বাড়িতে ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওষুধ তৈরির সরঞ্জামসহ কারখানা মালিক সাদেকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মাহফুজা বেগমকে (৪০) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের জেল-জরিমানা করেন।
জেলা ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে স্বাস্থ্য ক্ষতিকর নকল ওষুধ ও সরঞ্জাম উদ্ধারসহ দুই জনকে আটক করা হয়। আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসলাম মোল্লা দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সাদেকুলকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও তার স্ত্রী মোছা. মাহফুজা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৬/হিমেল