সুন্দরবনের রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন। বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফুর রহমান মিরাজ, নাবিল আহমেদসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা সুন্দরবনসহ এ অঞ্চলের পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে অন্যত্র এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাটে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৬/হিমেল