মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বাড়ৈখালি গ্রামে এক সংখ্যালঘু পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে বাড়িঘর লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাড়ৈইখালি গ্রামের ব্রাহ্মণ সোমদেব ভট্টাচার্যের বাড়ির রান্নাঘরে খাবারের সাথে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে রাখে দুর্বৃত্তরা । সোমদেব তার স্ত্রী শান্তি, তাদের দুই ছেলে মন্টু ও রিন্টুকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে অনেক বেলা পর্যন্ত তারা ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা গিয়ে তাদের ঘরের দরজা খোলা ও পরিবারের সব সদস্যকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এ সময় ঘরের সবকিছু অগোছালো অবস্থায় দেখতে পান তারা। তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের চিকিৎসাা চলছে। পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশকে প্রাথমিক তথ্য জানানো হয়েছে।
শত্রুজিৎপুর পুলিশ ফাড়ির এসআই রিয়াদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর সকালে ওই বাড়িতে গেছি। তবে বাড়ির লোকজন সকলেই হাসপাতালে ভর্তি থাকায় ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারণ করা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ