সেবা পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরে রুপান্তিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঠাকুরগাঁওয়ে নার্সিং কর্মকর্তা-কর্মচারিরা আনন্দ র্যালি করেছে।
আজ সকাল ১১টায় জেলা ডিপ্লোমা নার্সিং এ্যাসোসিয়েশনের উদ্যোগে সদর হাসপাতাল চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে একই স্থানে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ খায়রুল কবির, জেলা নার্সিং সুপারভাইজার সকিনা খাতুন, ডিপ্লোমা নাসিং এ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদা খাতুন, সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ নার্সিং সংগঠনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৬/হিমেল