রামপাল কয়লা বিদুৎ প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে দিনাজপুরে ব্যতিক্রমী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “জাগো জনগণ, রক্ষা কর সুন্দরবন” এ শ্লোগান নিয়ে বুধবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রামপাল বিদুৎ প্রকল্প বাতিলের দাবিতে জনসচেতনতামুলক সাইকেল র্যালী কর্মসুচী পালন করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এএসএম মনিরুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তেল গ্যাস বিদুৎ বন্দর রক্ষা কমিটির দিনাজপুর জেলা শাখার আহবায়ক মোঃ আলতাফ হোসাইন, বাসদ (মার্কসবাদী) দিনাজপুরের জেলা সমন্বয়ক মোঃ রেজাউল ইসলাম সবুজ, বাসদ (মাহাবুব) কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহবায়ক সন্তোষ গুপ্ত।
এসময় বক্তারা বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে সরকার বিদেশী স্বার্থ রক্ষায় রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণ কোনভাবেই সুন্দরবন ধ্বংসের চক্রান্ত বাস্তবায়ন করতে দেবে না।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৬/হিমেল