গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সুনীল চন্দ্র দাশ (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান। তিনি বলেন, সুনীলের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে ওসি অারও বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে সুনীল বাইসাইকেলে করে ব্যক্তিগত কাজে গাইবান্ধার দিকে রওনা হন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। সকাল ১০টার দিকে বাড়ির কাছে একটি ধানের জমিতে সুনীলের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন সরকার বলেন, সাদুল্লাপুর বাজারের আড়ৎ থেকে মাছ কিনে সাহারবাজারে বিক্রির পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তির পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন সুনীল।
বিডি প্রতিদিন/ ২৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৪