বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. নূর আলম সিদ্দিকী (৫৫) প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী মোসা. সালমা খন্দকার ও ছেলে মো. আহাদ সিদ্দিকী একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নূর আলম সিদ্দিকী উপজেলার দক্ষিণ রামনা গ্রামের নিজ বাড়ির পুকুরে ভোরে ফজরের নামাজের জন্য ওজু করতে যান।
এ সময় প্রতিবেশী কবির হোসেন (৫২) ও গোলাম ফারুক হোসেনের (৪৫) নেতৃত্বে কিছু লোক হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে নূর আলম সিদ্দিকীকে গুরুতর জখম করে পুকুরে ফেলে দেয়।
এ সময় তার চিৎকারে ছেলে ও স্ত্রী ছুটে আসলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী নূর আলম তার ছেলে ও স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় নূর আলম সিদ্দিকী মারা যান।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ ২৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫