মাগুরা সদর হাসপাতাল এলাকায় মাইক্রোবাস স্টান্ডের পাশে ডাস্টবিনের মধ্যে থেকে বুধবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।
বুধবার সকালে আবর্জনার মধ্যে পড়ে থাকা নবজাতকের লাশ কুকুরে নিয়ে টানা হ্যাচড়া করতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, কে বা কারা রাতে নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ