বৃহস্পতিবার থেকে বগুড়ায় শুরু হচ্ছে আঞ্চলিক ইজতেমা। বিশ্ব ইজতেমার সাথে তাল মিলিয়ে তিন দিনব্যাপি এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ফজরের নামাজের মধ্যে দিয়ে। আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী শনিবার বাদ যোহর।
ইতিমধ্যে মুসল্লীরা ইজতেমায় আসতে শুরু করেছে। এই ইজতেমায় ভারত, পাকিস্থান, মালয়েশিয়া, মরক্কো ও সৌদি আরব থেকেও মেহমান আসবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
ইজতেমায় আগত মুসল্লীদের জন্য তৈরি করা হয়েছে পুরো এলাকা জুড়ে প্যান্ডেল। নিরাপত্তার কাজ করবে তাবলীগের প্রায় শতাধিক সাথী। ইজতেমা ময়দানের পশ্চিমে করা হয়েছে বিশাল আকারের দোয়া ও ইসলামী দ্বীনি বয়ানের মঞ্চ। বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লীদের জন্য অঞ্চল ভেদে মোট ২৬টি খিত্তায় বা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি খিত্তায় দায়িত্ব প্রাপ্ত আলেমরা রয়েছেন মুসল্লীদের সমস্যা সমাধানে।
ইজতেমার নিরাপত্তা বিষয়ে বগুড়া পুলিশ বিভাগের সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান জানান, ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন