খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্থানীয় এক গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে রাঙামাটির কাউখালী উপজেলায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার সকাল ১১টার দিকে পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঘন্ট ব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত নারী পুরুষ প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বাঙালী ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রিগ্যানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বাঙালী ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা মো. জাহাঙ্গীর।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাহার মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. কালাম, সাবেক ইউপি সদস্য জোৎস্না বেগম, কাশখালী জামে মসজিদের খতিব মাও. আব্দুর রহীম, বাঙালী ছাত্র ঐক্য পরিষদ কাউখালী উপজেলার সভাপতি মো. শরিফ, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. ইমন, কাউখালী ডিগ্রী কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮নভেম্বর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্থানীয় এক গৃহবধূকে তুলে নিয়ে গণ ধর্ষণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কয়েকজন সন্ত্রাসী।