বগুড়ার শেরপুরে সাতাড়া গ্রামে ইটভাটার ভিতর খেলা করতে গিয়ে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় ৩য় শ্রেণির ছাত্র ফয়সাল আহম্মেদ (১০) নিহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ফয়সাল আহম্মেদ বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পার্শ্ববর্তী ইটভাটার মধ্যে সহপাঠিদের সাথে খেলা করছিল। এময় ভাটার মাটি বহনকারী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে সে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বগুড়ার শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ