মাদারীপুরের চারটি উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্থ কৃষকদের ৮১ লাখ টাকার পুর্নবাসন ও প্রণোদনা প্রকল্পে তালিকা প্রণয়ন ও কৃষি উপকরণ ক্রয় ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তালিকায় থাকা কৃষকদের অনেকই জানেন না যে, সরকার তাদের কৃষি ফসল বন্যা কবলিত হওয়ায় পুর্নবাসন ও প্রণোদনা উপকরণ দিচ্ছে। কৃষকরা বলছেন, যেসব বন্যা কবলিত এলাকার কৃষকদের এই উপকরণ দেওয়া হয়েছে, তাদের তালিকাগুলো ইউপি মেম্বার ও চেয়ারম্যানগণ তাদের পছন্দমত কৃষকের নাম অন্তুর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত হয়েছেন। কৃষককের নাম দিয়ে উপকরণ আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের অধীনে সমস্ত টাকার উপকরণ ক্রয় কমিটির মাধ্যমে ক্রয় করে তা বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও পুর্নবাসন ও প্রণোদনা প্রদান কমিটির সদস্য সচিব আবদুল কাদের বলেন, এই প্রকল্পে উপকরণ ক্রয়ে কোন ধরনের অনিয়মের আশ্রয় গ্রহণ করা হয়নি। ইউপি চেয়ারম্যান মেম্বাররা যদি স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিকভাবে পছন্দের কৃষকদের তালিকা দেন, তাহলে আমরা কী করতে পারি। আমাদের তো করার কিছু নেই।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রাজ্জাক বলেন, উপজেলা পর্যায়ে এই ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্নবাসন ও প্রণোদনা বরাদ্দের জন্য প্রত্যেকটি উপজেলার ইউএনও কে সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তাকে সদস্য সচিব করে একটি ক্রয় কমিটি করা আছে। তারাই মূলত এই প্রকল্পের আওতাধীন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছেন। কৃষকদের নামের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা দিয়েছে বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যানগণ। তাদের দেওয়া তালিকাভুক্ত কৃষকদের মধ্যেই প্রণোদনা বিতরণ করা হয়েছে। এখানে আমি অনিয়মের কিছু দেখি না।
বিডি প্রতিদিন/এ মজুমদার