লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর গলায় ওড়না পেঁচানো অবস্থায় রোজিনা আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।।
সোমবার সন্ধ্যার আগে রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রী ওই গ্রামের শফিক উল্লাহর মেয়ে এবং স্থানীয় খাদিজা কোবরা মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।
নিহত রোজিনার বাবা সফি উল্যা ও মা মনোয়ারা জানান, রবিবার সকাল ৯টার দিকে রোজিনা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যার পর আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি তারা। সোমবার সন্ধ্যার আগে মাদ্রাসার অদূরে মিঝি বাড়ীর সুপারির বাগানের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় গাছের সাথে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহত ছাত্রীর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৬/মাহবুব