চুয়াডাঙ্গার দামুড়হুদায় আখ বোঝাই ট্রাক্টরেরর সাথে মুখোমুখি সংঘর্ষে আবু তালহা (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার দর্শনা প্রেসক্লাবের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।
নিহত আবু তালহা চুয়াডাঙ্গা শহরের মসজিদ পাড়ার হুমায়ন কবিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দর্শনা থেকে আবু তালহা মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের উদ্দেশে রওনা হয়ে দর্শনা প্রেসক্লাবের অদূরে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা কেরু এ্যন্ড কোম্পানীর আখ বোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক আবু তালহা, আরোহী মাসুম এবং পথচারী জে আর পরিবহনের হেলপার আরিফুল ইসলাম আহত হয়। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবু তালহার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল