গাজীপুরের টঙ্গী ব্যাংক মাঠ এলাকায় আজ সকাল ৯টার দিকে ঝুট গুদামে আগুন লেগে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি রিকশা গ্যারেজে আগুন ধরে যায়।পরে পাশের কয়েকটি ঝুট গুদাম ও দুটি মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে কয়েকটি ঝুট গুদাম ছাড়াও দুটি মুদি দোকান এবং একটি রিকশা গ্যারেজ পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার