'যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নোয়াখালীর সভাপতি ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের হাউজিং এলাকায় এন-রাশ টেনিং সেন্টারে নোয়াখালী নাটাব আয়োজিত মতবিনিময় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নাটাব নোয়াখালীর যুগ্ম সম্পাদক একেএম নুরুল আফছারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হাসান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিমি মজুমদার।
এসময় দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম হারুন, এন-রাশ প্রধান নির্বাহী আবুল হাসেম, ব্র্যাক জেলা প্রতিনিধি চৌধুরী শরিফুর রহমান পন্নী প্রমুখ উপস্থিত ছিলেন।