টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে আজ সকালে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। জানা যায়, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে তাদেরকে ধরে নিয়ে যায় বিজিপি। তবে ফেরত আনা জেলেদের নাম-পরিচয় বিস্থারিত জানা যায়নি।
বিজিবি-২ এর মেজর আবু রাসেল জানান, বিজিপির সাথে আলাপ আলোচনা করে তাদের ফেরত আনা হয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশি জলসীমায় মাছ ধরার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার