ভালুকায় যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, শিশু সমাবেশ, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ভালুকা শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার কামরুল আহসান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ। মানবতার মুক্তিরদূত সর্বযুগের সর্বশ্রেষ্ট মানব হযরত মোহম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যুবরণের আনন্দ-বেদনার এই দিনটি উৎযাপন উপলক্ষে উপজেলার ধলিয়া খানকা শরীফে দুই দিনব্যাপী নবী করিম (সা.) এর উপর আলোচনা, কুরআনখানী ও দেশের শান্তিকামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, খাদেম মোছলেহ্ উদ্দিন খান। দোয়া অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার হাজার হাজার ভক্ত আশেকান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার পৌরএলাকাসহ বিভিন্ন মসজিদে কুরআনখানী, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম