দিনাজপুরের ঘোড়াঘাটে সখিনা বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি রহস্যজনক বলে এলাকাবাসী মনে করছেন। ঘটনার পর থেকে স্বামীকে পাওয়া যায়নি।
মৃত সখিনা বেগম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মোঃ আব্দুল হালিমের স্ত্রী।
মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মো: আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের তিন সন্তানের জননী সখিনা বেগমকে স্বামী মোঃ আব্দুল হালিম হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নিহতের ভাই মো: আবুল কালাম আজাদ লিখিতভাবে তার বোনের মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন। আবুল কালাম আজাদ তার ভাগিনার মুঠোফোনে বোনের অসুস্থতার বিষয় জানতে পেরে এসে বোনের মৃতদেহ দেখতে পান বলে উল্লেখ করলেও হত্যার বিষয়টি কোথাও উল্লেখ করেননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।