বরিশালের রুপাতলীতে আজ সকালে সড়ক দুর্ঘটনায় শাহিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহিন নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বটতলা এলাকার বাসিন্দা সেকান্দার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকায় ট্রাকের চাপায় গুরুতর আহত হয় শাহিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার