দিনাজপুরের বিভিন্নস্থানে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৮৩ পিস ইয়াবা, ১০৪ লিটার চোলাই মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে সাতটি মামলা দায়ের করে, তাদের আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার