যশোরের মণিরামপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদকাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।
নিহত রবিউল ইসলাম উপজেলার বালিদা-পাঁচাকড়ি গ্রামের লেয়াকত সরদারের ছেলে এবং খুলনার ফুলতলা এলাকার সুপার জুটমিলের শ্রমিক ছিলেন।
ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার রাতে খেদাপাড়া ইউনিয়নের মাহমুদকাটি মধ্যপাড়ার একটি দোকানের দরজার শাটার কেটে চুরির চেষ্টা করছিলেন রবিউল। টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে রবিউলকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় সকালে স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে থানায় সোপর্দ করতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মজুমদার/মাহবুব