বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নজরুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ও মো. রেজাউল করিম এ জরিমানা করেন।