আজ উপজেলা প্রশাসনের আয়োজনে বগুড়ার কাহালু উপজেলা হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে এক বিজয় র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপিত ও কাহালু পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ এম জহিরুল হায়াত, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজিবর রহমান, কাহালু উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেনসহ বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও উপজেলার সর্বসাধারণ।
বিজয় র্যালী শেষে কাহালু ঐতিহাসিক রেলওয়ে বটতলায় উপজেলা আওয়ামী লীগের সভাপিত ও কাহালু পৌর মেয়রের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল