গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভায় দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা শহরের হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে। এসময় এক নম্বর ট্রাফিক মোড়ে শ্যামলী বাস কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে।
গুরুত্বর আহতদের মধ্যে চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোক্তাদুর রহমান মিটু, শ্যামলী কাউন্টারের ম্যানেজার সুমন মিয়া, রায়হান মিয়া ও শাহীনের নাম জানা গেছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রায়হান ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিন পারভেজ বলেন, সাধারণ সভায় সাধারণ সদস্যদের কথা বলতে না দেয়া ও পরিচালক জসিমের বাসায় ভাড়াটিয়া লোকজন পাঠানোয় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল