ফেনীর দাগনভুইয়ায় যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আজ সকালে এ উপলক্ষে দাগনভুইয়া আল নূর জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে র্যালি, অলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ৮টায় পৌর শহরের ইয়ারপুর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল নূর জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল